২৯ এপ্রিল ২০২৫ - ২৩:২৭
Source: Parstoday
ইয়েমেনে আটক ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজে মার্কিন বিমান হামলা: রিপোর্ট

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর জব্দ করা ইসরাইল-সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজ গ্যালাক্সি লিডারে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো গতকাল (শনিবার) ইয়েমেন উপকূলে রাখায় গ্যালাক্সি লিডারে তিনটি হামলা চালায়। গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যামূলক যুদ্ধ শুরুর পরপরই ইয়েমেনি সশস্ত্র বাহিনী জাহাজটি জব্দ করেছিল।

গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে অভিযানের অংশ হিসেবে ইয়েমেন একটি ব্রিটিশ কোম্পানির মালিকানাধীন বাহামা-পতাকাযুক্ত এবং জাপানি-পরিচালিত জাহাজটি জব্দ করেছে, যার আংশিক মালিকানা ইসরাইলি টাইকুন আব্রাহাম (রামি) উঙ্গার।

২০২৩ সালের ১৯ নভেম্বর লোহিত সাগরে হেলিকপ্টারবাহিত ইয়েমেনি অভিযানে এই জাহাজটি জব্দ করা হয়।

চলতি বছরের ২২ জানুয়ারি ইয়েমেনি কর্তৃপক্ষ ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে গ্যালাক্সি লিডারের ২৫ ক্রুকে মুক্তি দিয়েছে।

ইয়েমেনের আনসারুল্লাহ হুথি গত ৭ মার্চ ইসরাইলকে সতর্ক করে বলেছিল, যদি চার দিনের মধ্যে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া হয়, তবে ইসরাইল-সংযুক্ত জাহাজের বিরুদ্ধে নতুন করে সামুদ্রিক অভিযান চালানো হবে। তাদের এই হুমকির মধ্যেই মার্কিন বিমান হামলার ঘটনা ঘটল। পার্সটুডে

342/

Your Comment

You are replying to: .
captcha